গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল

Giasuddin Islamic Model School

EIIN: 131337, Institute Code: 2616, Mobile: 01309131337

 
Apply Now

Rules & Regulations


ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের প্রতিপালনীয় কিছু নিয়মাবলি:

 

 

১, ছাত্র-ছাত্রীদের ভর্তি হওয়ার ১৫ দিনের মধ্যে নির্ধারিত কলেজ ড্রেস, ব্যাজ, মনােগ্রাম এবং আই ডি কার্ড পরিধান করে কলেজে আসতে হয়।

২. ক্লাস চালু হওয়ার নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট পূর্বে ছাত্র-ছাত্রীদের কলেজে প্রবেশ করতে হয়।

৩. ক্লাস ছুটি হওয়ার পূর্বে কোনাে ছাত্র-ছাত্রী বিনা অনুমতিতে কলেজ ক্যাম্পাস ত্যাগ করতে পারবে না।

৪. ক্লাস বিরতির সময় ক্যাফেটরিয়ায় বাড়ি থেকে আনা অথবা ক্যাফেটরিয়া থেকে খাদ্য ক্রয় করে  খাওয়া যাবে, ক্যাম্পাসের বাইরে যাওয়া যাবে না।

৫. কোনাে ছাত্র-ছাত্রী পূর্বানুমতি ছাড়া একাধারে তিনদিন কলেজে অনুপস্থিত থাকলে। অভিভাবককে অধ্যক্ষের সাথে সাক্ষাত করতে হবে, অন্যথায় ছাত্র-ছাত্রীকে ক্লাস করার সুযােগ | দেওয়া হবে না।

৬. বিনা অনুমতিতে কলেজে অনুপস্থিতির কারণে প্রতিদিনের জন্য নির্ধারিত হারে জরিমানা দিতে হয়।

৭. প্রতিদিনের ক্লাসের পাঠদান কলেজের নির্ধারিত ডায়েরিতে লিখে নিতে হবে এবং দৈনন্দিন | ডায়েরি পর্যবেক্ষণ করে অভিভাবককে নির্ধারিত স্থানে স্বাক্ষর ও তারিখ লিখে দিতে হবে।

৮. ছাত্র-ছাত্রীকে নিয়মিত ক্লাস টেস্ট, মডেল টেস্ট এবং বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং উত্তীর্ণ হতে হবে।

৯. ছাত্র-ছাত্রীদের কলেজে অবস্থানকালে ওয়াক্তের নামাজ আদায় করতে হবে৷

১০. ক্লাস টেস্ট, মডেল টেস্ট এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস শিক্ষাবর্ষের শুরুতে ছাত্র- ছাত্রীদের সরবরাহ করা হয়। এ সিলেবাস অনুযায়ী শ্রীক্ষা গ্রহণ করা হয়।

১১. সরকার অনুমােদিত পাঠ্য বই ছাড়াও অতিরিক্ত ধর্মীয় এবং ইংরেজি বিষযে ছাত্র-   ছাত্রীদের পাঠদান করানাে হয়।

 ১২. পাঠ্য বিষয় ছাড়া ছাত্র-ছাত্রীদের সহপাঠ্যক্রম বিষয়ের মধ্যে পবিত্র কোরআন             তেলাওয়াত, হামদ-নাত, গজল, স্কাউট, গার্লস গাইড, ক্রীড়া, সংস্কৃতি, সাহিত্য,             বিতর্ক প্রতিযােগিতা, অঙ্কন, হস্তলেখা, হাতের কাজ, সেবামূলক কাজ, নাচ-গান           প্রভৃতি বিষয়ের মধ্যে কমপক্ষে তিনটি বিষয়ে অংশগ্রহণ করা বাধ্যতামূলক।

১৩. ধমীয়, জাতীয় এবং আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ             করা বাধ্যতামূলক।

১৪. প্রতি বছর অভিভাবকদের নিয়ে দুইদিন অভিভাবক দিবস পালন করা হয়।                  অভিভাবক দিবসের কর্মসূচিতে অভিভাবকের অংশগ্রহণ করতে হয়।

১৬. বার্ষিক মিলাদ, পিকনিক এবং ক্রীড়া প্রতিযোগিতাসহ অন্যান্য অনুষ্ঠানে অভিভাবকদের অঅংশগ্রহণের জন্য আমন্রন জানানো হয়।

17.যে সকল শিক্ষার্থী নামাজ শখেনি তাদের নামাজ শিখানো হয়।

18. ছাত্র ছাত্রীদের কলেজে আসা যাওয়ার সময় ভদ্রতা বজায় রাখতে হবে।

19.বিভিন্ন পরিক্ষার ফি, ডায়েরি,ব্যাজ,আই.ডি কার্ড,মনোগ্রাম প্রভৃতির মূল্য কলেজ কতৃপক্ষ কতৃক নির্ধারিত করা হয়।

20. মাসিক বেতন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।১০তারিখের পর প্রতিদিনের জন্য দৈনিক ৫ টাকা হারে জরিমানা সহ মাসিক বেতন প্রদান করতে হবে

21. প্রতিদিন অনুপস্থিতির জন্য ৫০ টাকা হারে জরিমানা প্রদান করতে হবে। আর কলেজ থেকে পলায়ন করলে ৩০০ টাকা জরিমানা দিতে হবে।

 

 

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের লক্ষ্য হচ্ছে জাতিকে সু-শিক্ষিত, সু-শৃঙ্খল, দক্ষ, নিষ্ঠাবান জনশক্তি উপহার দেয়া। এ লক্ষ্যকে বাস্তবায়নের উদ্দেশ্যে কলেজের প্রত্যেক কারীকে নিম্নলিখিত নিয়ম-শৃঙ্খলা বিধিসমূহ নিষ্ঠার সাথে পালন করতে হয়।

 

 

 

 

শিক্ষার্থীদের আচার-আচরণ: 

 

1.  নজের প্রত্যেক ছাত্র-ছাত্রীর নম্র, ভদ্র, শালীন ও আদর্শ ছাত্র সুলভ আচরণ বাঞ্চনীয়। ক্লাসে সময়ে উপস্থিতি ও নীরবতা, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষা করা একান্তভাবে কাম্য।