গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল

Giasuddin Islamic Model School

EIIN: 131337, Institute Code: 2616, Mobile: 01309131337

 
Apply Now
Bir Muktijoddha Mohammad Giasuddin, Founder & Chairman Of Governing Body

Bir Muktijoddha Mohammad Giasuddin

Founder & Chairman of Governing_body

“হে ঈমানদারগণ! ধৈর্য ও নামাযের দ্বারা তোমরা সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ্ ধৈর্যশীলদের সাথে আছেন”। (সূরা বাকারা, আয়াত: ১৫৩)।

সকল প্রশংসার মালিক মহান আল্লাহ তায়ালা। আমার পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত এম এ হাসেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশন পরিচালিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ এর সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা । আমি মহান আল্লাহ তায়ালার নিকট অনেক অনেক শুকরিয়া আদায় করছি যে তাঁর অসীম অনুগ্রহ এবং দয়ায়  20১0 সালে কলেজ প্রতিষ্ঠা করে প্রায় বারো বছর পার করে ফেলেছি.। এই সময়ে যারা  সম্মানিত অভিভাবক তাদের প্রিয় সন্তান ভর্তি  করিয়ে কলেজ পরিচালনায় সহযোগিতা করেছেন তাদের  প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কলেজ থেকে যারা অধ্যায়ন করে এখন উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছে সেই সকল ছাত্র-ছাত্রীদেরকেও আমার এবং আমার প্রিয় কর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং তাদের উত্তোরত্তর মঙ্গল কামনা করছি। ১১ বছরের মধ্যে আমাদের এই  কলেজের যে  অগ্রযাত্রা এই  অগ্রযাত্রায় নারায়ণগঞ্জ জেলা  এবং আশেপাশের এলাকার মধ্যে উল্লেখ করার মতো। আমার প্রিয় শিক্ষকবৃন্দ অত্যন্ত দক্ষতার সাথে আমাদের ছাত্র-ছাত্রীদের পাঠদান করে থাকেন  এবং মনোযোগী হওয়ার জন্য উৎসাহ প্রদান করে থাকেন এবং আমাদের ছাত্র-ছাত্রীরাও ভর্তি হওয়ার পর এই কলেজে অল্প সময়ের মধ্যে উপলব্ধি করতে পারে  যে  এই কলেজ পড়ালেখা করার জন্য।এই কলেজ ছাত্র-ছাত্রীদের মানবিক গুণাবলী উৎকর্ষ সাধন করার জন্য। এই  কলেজ যোগ্য নাগরিক হওয়ার জন্য। এই কলেজ দেশের প্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষাজীবন শেষ করে দেশ এবং মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য। যার কারণে উত্তরোত্তর আমাদের ছাত্র-ছাত্রীদের সচেতনতা বৃদ্ধিসহ তাদের ফলাফল প্রতিবছর ভালো দিকে  যাচ্ছে। আমাদের কলেজের প্রতি এখন আশেপাশের সম্মানিত অভিভাবকবৃন্দ আস্থাশীল।  ছাত্র-ছাত্রী ছাত্র-ছাত্রীরাও আস্থাশীল। যেই কারনে ছাত্র-ছাত্রীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের ছাত্র ছাত্রীদের এবং অভিভাবকদের আশা পূরণে আমরা আরও সক্রিয় ভূমিকা পালন  করবো।  করোনা ভাইরাসের কারণে যখন ১৮ই  মার্চ থেকে সরকারের নির্দেশে স্কুল-কলেজ বন্ধ হয়ে যায় এই জেলার মধ্যে আমরাই প্রথম আমাদের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনলাইনের মধ্যমে  পাঠদান কর্মসূচি শুরু করি  এবং এখনও তা আছে। এই অনলাইনের মাধ্যমে আমরা সরাসরি ছেলেমেয়েদের প্রদান করাই এবং পরীক্ষা থেকে শুরু করে সমস্ত তথ্য পরিবেশন থেকে শুরু করে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। আমরা আশা করি আগামীতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে আমাদের ছাত্র-ছাত্রীদের জন্য যা কিছু কর্মসূচি প্রণয়ন করার প্রয়োজন শিক্ষার মান উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন আমরা তাই করবো ইনশাআল্লাহ। আমি সকলের কাছে  দোয়া চাই।  আপনারা দোয়া করবেন। আমরা  যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি তার লক্ষ্য হচ্ছে একমাত্র স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ তার সবচেয়ে মূল্যবান হচ্ছে তার সন্তান ।সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত মানুষ করে গড়ে দিয়ে মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে চাই। এই লক্ষ্য যেন পূরণ করতে মহান আল্লাহ তায়ালা আমাদের সাহায্য করেন  এই দোয়া সবার কাছে চাই। মহান আল্লাহ তা'আলা আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন এই কামনা করি। ধন্যবাদ । 

 

 

 

সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত:  গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ গিয়াসউদ্দিন তদানিন্তন ঢাকা জেলার নারায়ণগঞ্জ মহকুমার সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জ গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে ১৮ই বৈশাখ, মঙ্গলবার ১৩৫৯ বাংলা খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম- মাে. আবুল হাসেম মিয়া, মাতার নাম- মােসাম্মৎ ইয়াতুন নেছা। তিনি তার পিতা-মাতার চার সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান। তার পূর্ব পুরুষগণ বংশানুক্রমিকভাবে এখানকার আর বাসিন্দা। তিনি চার পুত্র সন্তানের জনক। শিক্ষা জীবন: প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় গৃহশিক্ষক দ্বারা এবং স্থানীয় মসজিদের মত। শুরু হয় কোরআন ও নামায-রােজা শিক্ষা। দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালে করেন সিদ্ধিরগঞ্জ এলাকার সিদ্ধিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (বর্তমান সিদ্ধিরগয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর)। ষষ্ঠ শ্রেণি থেকে সপ্তম শ্রেণি এম.ডব্লিউ, হাইস্কল অষ্টম ও নবম শ্রেণি গোদনাইল হাইস্কুল এবং সর্বশেষ নারায়ণগঞ্জ বার একাডেমি হাইস্কল থেকে বিজ্ঞান বিভাগে এস.এস.সি. পাস করেন।। তৎকালীন ঢাকা কয়েদ-ই-আজম (বর্তমান সােহরাওয়াদী) কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি পাস করেন। ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লােকপ্রশাসন বিভাগে ভর্তি হন এবং পরবর্তীতে সমাজবিজ্ঞান বিভাগ থেকে বি.এস.এস, (অনার্স), এম.এস.এস, ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকলে তিনি সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন।

 

মুক্তিযুদ্ধে অংশগ্রহণ: ১৯৭১ সালে এইচ.এস.সি. দ্বিতীয় বর্ষের ছাত্র থাকা অবস্থায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার হিসেবে কৃতিত্বের সাথে দায়িত পালন করেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন: ১৯৭৭ সালে (ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায়) এবং ১৯৮২ সালে দুইবার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত পালন করেন। ১৯৮২ সালে ফতুল্লা থানা উন্নয়ন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়ে দুই বছর দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং তিনি বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান পরিষদের প্রথম দুই বছরের জন্য মহাসচিব এবং পরবর্তী দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ নির্বাচনি এলাকা থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ঐ সময় তিনি মুক্তিযােদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় এর স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবন: ১৯৬৬ সালে গোদনাইল হাইস্কুলে অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের একজন সাধারণ সদস্য হিসেবে ছাত্র সংগঠনে যােগদান করেন। বিভিন্ন সময় থেকে তিনি ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলের থানা, জেলা এবং জাতীয় পর্যায়ে সাংগঠনিক বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। 

 

জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন: ১৯৭৭ সালে (ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায়) এবং ১৯৮২ সালে দুইবার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত পালন করেন। ১৯৮২ সালে ফতুল্লা থানা উন্নয়ন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়ে দুই বছর দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং তিনি বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান পরিষদের প্রথম দুই বছরের জন্য মহাসচিব এবং পরবর্তী দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ নির্বাচনি এলাকা থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ঐ সময় তিনি মুক্তিযােদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় এর স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

 

 

রাজনৈতিক জীবন: ১৯৬৬ সালে গোদনাইল হাইস্কুলে অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের একজন সাধারণ সদস্য হিসেবে ছাত্র সংগঠনে যােগদান করেন। বিভিন্ন সময় থেকে তিনি ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলের থানা, জেলা এবং জাতীয় পর্যায়ে সাংগঠনিক বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন।

 

সমবায় আন্দোলন: তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সমবায় আন্দোলনে অংশগ্রহণ করে নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লমিটেড” জাতীয় পর্যায়ের “বাংলাদেশ কো-অপারেটিভ ইসুরেন্স সােসাইটি লিমিটেড” সহ বেশ কয়েকটি কেন্দ্রীয় এবং জাতীয় পর্যায়ের সমবায় প্রতিষ্ঠানের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

 

প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও শিক্ষকতা জীবন; ১৯৬৯ সালে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করার। পরই তিনি ঐতিহ্যবাহী সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদে তার প্রিয় সহকর্মীদের সাথে নিয়ে “সিদ্ধিরগঞ্জ। ববতী মােহন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই স্কুলকে পাইলট প্রকল্পের অন্তর্ভুক্ত। করেন এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত উন্নীত করেন। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি এই অলে একাধারে প্রায় ৮/১০ বছর পর্যন্ত খণ্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। এছাড়া তিনি ১) সানারপাড় শেখ মর্তুজা আলী উচ্চ বিদ্যালয়, ২) মিজমিজি পাইনাদী বেকমত আলী উচ্চ বিদ্যালয়, ৩) মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়, ৪) রওশন আরা। কলেজ প্রতিষ্ঠা লগ্নে একজন উদ্যোক্তা হিসেবে কাজ করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সদস্য থাকাকালীন তিনি প্রায় ১৯/২০টি মাদ্রাসা, স্কুল ও কলেজের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। উপজেলা চেয়ারম্যান থাকাকালীন তিনিই প্রথম পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা পদ্ধতি চালু করেন।

২০০২ সালে হীরাঝিলে “গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কল”

২০১০ সালে একই স্থানে তিনি “গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ”

২০১১ সালে সিদ্ধিরগঞ্জে “খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা”

২০১৫ সালে সিদ্ধিরগঞ্জে “বীর মুক্তিদ্ধেী গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল”

২০১৯ সালে হীরাঝিলে “বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুল”

২০২১ সালে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক নিউ মডেল মাদরাসা"

২০২২ সালে দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল"

২০১৯ সালে মৌচাক ২নং ওয়ার্ড “বীর মুক্তিযােদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুল” প্রতিষ্ঠা করেন। তিনি তার শ্রদ্ধেয় পিতা-মাতার নামে ২০০২সালে “এম.এ.হাসেম-ইয়াতুন নেছা ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করে ঐ ফাউন্ডেশনের মাধ্যমে তাঁর দ্বারা প্রতিষ্ঠা করা মাদ্রাসা, স্কুল এবং কলেজ সম্পূর্ণরূপে বেসরকারিভাবে পরিচালনা করে যাচ্ছেন। ভবিষ্যতে গিয়াসউদ্দিন ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং গিয়াসউদ্দিন ইসলামিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করে কাজ করে যাচ্ছেন।

 

 

 

Click On Biography

               

 

 

                                                             আল্লাহ পরােপকারীদের পছন্দ করেন। (সুরা আল ইমরান, আয়াত: ১৪৮)